২০৫০ সালের মধ্যেই তলিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ : ভিডিও

by | Sep 5, 2015 | ব্লগ

মাত্র দেড় মিনিট সময় নিয়ে দেখুন, উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে দ্রুত। তার প্রভাবে বাংলাদেশ রাষ্ট্র তলিয়ে যাবে এই শতকের শেষ নাগাদ।

পুরো বাংলাদেশ সাগর তলে চলে যাবে।

বেইজিং, ব্যাংকক, মুম্বাই সহ গুরুত্বপূর্ণ অনেকগুলি শহর হারিয়ে যাবে, এর জনসংখ্যা হয়ে পড়বে উদ্বাস্তু।

এজন্যেই কি বাংলাদেশের রাজনীতিক, সরকার সবাই এতো বল্গাহীন? তলিয়ে যাবার প্রক্রিয়া যখন শুরু হবে, তা কিন্তু এক দিনে, এক মাসে, কিংবা এক বছরে হবে না, ধীরে ধীরে এই মৃত্যু ঘটবে।

গোটা বিশ্ব তীব্র তেল-কাম-জ্বরে ধুঁকছে। মাটির তলা থেকে তেল উঠিয়ে পুরো বিশ্বকে জীবাষ্ম জ্বালানীতে আসক্ত করে ‘প্রগতি’ আর ‘উন্নতি’র ধুয়া তুলে বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়িয়ে ফেলছে বিপদসীমার অনেক ওপরে।

ফলাফল হবে এই ধ্বংস।

বাংলাদেশ কি করছে? সমুদ্রের উচ্চতা ১২৬ ফুট বৃদ্ধির সাথে কিভাবে লড়বে, কিভাবে বাঁচবে?